জ্ঞানের কথা; জ্ঞানীর কথা-১১
🗞 যে ঘরে বই নেই সে ঘর প্রাণহীন।
🗞 পেছনের ধোঁকাবাজ নেকড়ের চেয়ে সামনের হিংস্র বাঘ শ্রেয়।
🗞 কষ্ট-ক্লেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কখনো কষ্টের মুখোমুখি হয় নি সে জীবনকে যথার্থভাবে অনুধাবন করতে পারে নি।
🗞 যে ব্যক্তি ‘আশা’র সাথে পরিচিত সে ‘অসম্ভব’কে চেনে না।
🗞 ‘অসম্ভব’ জিনিসটি হল শক্ত পাথরের মত। কঠিন সিদ্ধান্তের কশাঘাতে তা ভাঙ্গতে বাধ্য।
🗞 বিলম্বে পৌঁছা, না পৌঁছার চেয়ে উত্তম।
🗞 গোপনীয়তা হল চাবির মত। মানুষের উচিৎ এই চাবিকে যথাযথভাবে সংরক্ষণ করা।
🗞 মানুষ কখনও সাফল্যের বাগানে পৌঁছুতে পারে না যতক্ষণ না সে ক্লান্তি, ব্যর্থতা ও হতাশার পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আসে।
🗞 বাতাস যেমন জাহাজের চাহিদা অনুযায়ী প্রবাহিত হয় না তেমনি মানুষ যত আশা করে তার সব আশাই পূরণ হয় না।
🗞 সবচেয়ে উঁচু বিল্ডিং বানানোর দুটি পদ্ধতি আছে। একটি হল, চারপাশের সব বিল্ডিংগুলো ভেঙ্গে ফেলা। অপরটি হল, অন্য সব বিল্ডিং থেকে উঁচু বিল্ডিং নির্মাণ করা। তুমি সব সময় ২য় পদ্ধতিটি অবলম্বন কর।
(আরবী বাণী চিরন্তন অবলম্বনে)
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
এ সিরিজের অন্যান্য পর্বগুলো পড়ুন:
https://salafibd.wordpress.com/2014/10/24/wisdom10/
M.Nazim
11 Jun 2017Assalamu Alaikum.Vai Siyam somporkito ekta Q.-Amader Desher Manush Je 27orthat Shobe-Qadar er din Pitha banay…Eta somporke Sohih Hadis ki bole….???
লন্ডন থেকে
24 Jun 2017ইসলামিক ইউনিভার্সিটি তে লেখাপড়ার করার জন্য কি করতে হবে যেমন কিভাবে এপ্লাই করা ।অনলাইনে অনেকবার করেছি কিন্তু কোন উত্তর আসেনা যদি দয়া করে একটু সাহায্য করেন তাহলে অনেক কৃতজ্ঞ হব।
যাযাকাল্লাহ
Anonymous
31 Jul 2017হক কথা
Md. Abdus Sobhan
31 Jul 2017হক কথা