যাদু ও তার প্রতিকার বিষয়ক বাংলা ভাষায় একমাত্র বই
‘যাদুকর ও জ্যোতিষির গলায় ধারালো তরবারী’
বইটির সংক্ষিপ্ত পরিচয়:
- নাম: ‘যাদুকর ও জ্যোতিষির গলায় ধারালো তরবারী’
- লেখক: শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী
- অনুবাদক: শাইখ আব্দুর রব আফফান
- লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।
- প্রকাশক: বাইতুস সালাম, রিয়াদ, সউদী আরব।
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২
এই বইয়ে যে সকল বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে:
- যাদুর পরিচয়।
- যাদুর প্রমান।
- যাদুর প্রকারভেদ।
- যাদুকরের জ্বিন হাজির করার পদ্ধতি।
- ইসলামে যাদুর হুকুম।
- কেরামত, মু’জেযা ও যাদুর মধ্যে পার্থক্য।
- একটি সংশয় ও তার নিরাসন।
- কোন কোন পদ্ধতিতে যাদু করা হয়।
- যাদু দিয়ে মানুষের কি কি ক্ষতি করা যায়।
- যাদুর প্রতিকার বিবরণ
এছাড়াও আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে। যাদু, জ্যোতিষি ও গণকগিরি শয়তানী কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। ঈমান-আকয়দা নষ্টকারী বিষয়। কেননা এগুলো শিরক ও কুফুরীর মাধ্যমেই বাস্তবায়ন করা হয়ে থাকে। এজন্য শরীয়ত শিরকের সাথে সাথে যাদু থেকেও সতর্ক করে। এই গুরুত্ত্বপুর্ণ বিষয়টি জানতে বইটি ডাউনলোড করুন, পড়ুন এবং আপনার বন্ধু/আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করুন।
বইটির পিডিএফ কপি সরাসরি ড্রপবক্স থেকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
(৩.৯১ মেগাবাইট মাত্র)
সালাফী বিডি থেকে আরও বিভিন্ন মূল্যবান বই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আগেই কোন মন্তব্য করতে চাই না
আমি কবিরাজি বিশ্বাস করিন জিন দেখতে চাই
আমি জ্বিন দেখতে চাই দেখাতে পারবেন
রসূলে পাক (সঃ) যেহুত বলেছেন যাদু বিদ্যা সত্য তাই আমিও তার উম্মত হিসাবে একথা বিশ্বাষ করি যাদু সত্য ।।
আমি বইটি ডাউনলোড করতে পারছিনা
বই টা পাবো কই??
Ami kala jadu mantra sikte chai
জাদু তাবিজ কালা জাদু বই চয়
যাদুর বই
আমি বইটি কিনতে চাই মূল্যে কত
ভাল