জান্নাতী রমণী বইটি বাংলাভাষায় একটি সাড়া জাগানো বই। লিখেছেন, প্রখ্যাত আলেমে দ্বীন, মদীনা মুনাওয়ারা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লিসান্স প্রাপ্ত, বহু গ্রন্থ প্রণেতা শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী।
বইটি পাঠকদের জন্য পিডিএফ আকারে পেশ করা হল। আশাকরি এতে মুসলিম মেয়ে বা পুরুষ উভয়ে উপকৃত হবেন। অচিরেই লেখকের অন্যান্য বই-লিফলেটগুলো সালাফী বিডিতে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।