বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি, আপনারা রামাযানুল মোবারকের অবারিত কল্যাণ সিক্ত দিনগুলো সিয়াম, কিয়াম এবং অন্যান্য সৎ আমল সম্পাদনের মধ্য দিয়ে অতিবাহিত করছেন। আল্লাহ তায়ালা আমাদের সকলের নেক আমল কবুল করুন। আমীন।
অত:পর-
‘রামাযান ২০১৩’ উপলক্ষে বাংলাভাষী মুসলমানদের মাঝে ভালো কাজে প্রতিযোগিতার মনোভাব তৈরি হোক, দীনে হকের দাওয়াত এবং উপকারী জ্ঞান আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুন এই উদ্দেশ্যে আমাদের এই সামান্য আয়োজন। এর মাধ্যমে ইসলাম চর্চার ক্ষেত্রে মানুষের মাঝে সামান্য অনুপ্রেরণাও যদি সৃষ্টি হয় তবে তাই হবে আমাদের সফলতা।
আশা করি, আপনারা নিজেরা স্বত:স্ফূর্তভবে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সাথে সাথে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ব্লগ, ওয়েব সাইট ইত্যাদি সর্বত্র প্রচার করে মানুষের মাঝে দীন চর্চা ও জ্ঞানার্জনের প্রেরণাকে আরও গতিশীল করতে ভূমিকা পালন করবেন।
বি:দ্র: আপনার এলাকার ছাত্র-যুবকদের মাঝে প্রশ্নপত্রটি ফটো কপি করে বিতরণ করার পর তাদের নিকট থেকে উত্তর সংগ্রহ করে স্ক্যান করে আমাদের ইমেইলে পাঠলেও গ্রহণযোগ্য হবে।আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
নিয়মাবলীঃ
- ক. এক ব্যক্তি একাধিকবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
- খ. উত্তরপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ আগস্ট ২০১৩।
- গ. উত্তরপত্র ই-মেইল যোগে পাঠাতে হবে। ই-মেইলে সরাসরি লিখে অথবা ওয়ার্ড/পিডিএফ ইত্যাদি যে কোন ভাবে গ্রহণযোগ্য হবে। ইমেইল ঠিকানা: [email protected]
- ঘ. উত্তরপত্রে অবশ্যই নিজের নাম, পিতার নাম, দেশ (বর্তমান অবস্থান), জেলা/শহর এবং মোবাইল/ফোন নাম্বার লিখতে হবে।
- চ. ফলাফল ঘোষণার তারিখঃ ১৫ আগস্ট ২০১৩ইং।
- ছ. বিজয়ীদের বাংলাদেশের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পুরস্কার পাঠানো হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকেও সরাসরি পুরস্কার গ্রহণ করা যাবে। সউদী আরবে অবস্থানকারীগণ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পুরস্কার গ্রহণ করতে পারবেন।
- জ. ফলাফল ঘোষণার ৩ দিনের মধ্যে বিজয়ীগণ বাংলাদেশের মধ্যে তাদের এলাকায় কুরিয়ার পৌঁছে এমন ঠিকানা মোবাইল নাম্বার সহ স্পষ্টভাবে লিখে ইমেইলে আমাদেরকে জানাবেন যাতে দ্রুত পুরস্কার পাঠানো যায়।
পুরস্কার সমূহ:
- প্রথম পুরস্কার: গ্লাক্সি/নোকিয়া মোবাইল (১জনকে) (প্রায় দশ হাজার টাকা মূল্যের)
- ২য় পুরস্কার: সহীহ বুখারী (৬ খণ্ড) (৩জনকে)
- ৩য় পুরস্কার: তাফসীর আহসানুল বায়ান (৩খণ্ড) (২জনকে)
- ৪র্থ পুরস্কার: আল লুলু ওয়াল মারজান (২জনকে)
- ৫ম পুরস্কার: তাইসীরুল কুরআন (২জনকে)
- ৬ষ্ঠ পুরস্কার: আর রাহীকুল মাখতুম (২জনকে)
- ৭ম পুরস্কার: কিতাবুত তাওহীদের ব্যাখ্যা (২জনকে)
- ৮ম পুরস্কার: সলাত সম্পাদনের পদ্ধতি ও অন্যান্য (২জনকে)
_____________________________
মোট পুরস্কার সংখ্যা: ১৬
প্রতিযোগিতার প্রশ্নপত্রটি ডাউনলোড করতে:
- এখানে ক্লিক করুন (ওয়ার্ড)
- এখানে ক্লিক করুন। (পিডিএফ)
Imtiaz Ahmed Khan
17 Jul 2013Hadith ba answer bibhinno jaiga theke Copy Paste kore deya jabe??
আব্দুল্লাহিল হাদী
17 Jul 2013হাদীসগুলো কপি-পেস্ট করে দেয়া যাবে। ধন্যবাদ।
Mohammad Ashraful Alam
17 Jul 2013Answer ki English a deya jabe?
আব্দুল্লাহিল হাদী
17 Jul 2013বাংলা দিলে ভালো হয়। তবে বাংলা লিখতে অসুবিধা হলে ইংরেজীতেও গ্রহণযোগ্য হবে ইনশআল্লাহ।
তালহা খালেদ।
17 Jul 2013আসসালামু আলাইকুম , ইয়া শাইখ।
মোবাইল পেলে এসে নিয়ে যাবো ! আর কিতাব পেলে দেশের ঠিকানার থেকে নিবো ! ওকে শাইখ। 😀
myeye
18 Jul 2013শায়খ জাজাক আল্লাহ খাইর 🙂 সুন্দর উৎসাহ দেবার জন্য।
shafiqulislam
19 Jul 2013notify me of new posts via email
shafiqulislam
19 Jul 2013notify me of follow_up comments via email
sheikhati
22 Jul 2013এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
mizan191177
24 Jul 2013hand writing kore scenarer madomay patate grohon joggo hobe kena ? janaben pls, amar te mail korece alhamdolillah , onno bayera hand writing patate agrohe.
আব্দুল্লাহিল হাদী
25 Jul 2013হাতে লেখা উত্তর গ্রহণ করা হবে।
মোঃ কাউছার হামিদ
2 Aug 2013বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ । এরকম প্রতিযোগিতা সবার জ্ঞানার্জনের প্রেরণাকে আরও গতিশীল করবে ।
NAZMUL HAQUE
9 Aug 2013প্রতিযোগীতার সময় বাড়লো। আমি খুব তাড়াহুরো করে উত্তর পাঠিয়েছি। আগে জানলে আরো ভালভাবে লিখে ধীরে সুস্থে পাঠাতাম।
Hisham32
15 Aug 2013assalamu alaikum…folafol kokhon ghoshona kora hobe?