রমযান বিষয়ক
কবিতা ও ছড়া লিখার আহবান
সুপ্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দেখতে দেখতে অবারিত কল্যাণের হাতছানি আর অফুরন্ত সম্ভাবনার দিগন্ত জোড়া আহবান নিয়ে মাহে রমাযান আমাদের উপরে ছায়া বিস্তার করা শুরু করেছে। তাই এ উপলক্ষে সালাফী বিডি আপনাদের লেখা রমাযান বিষয়ক কবিতা ও ছড়া প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে।
সুতরাং-
যদি আপনার নিজস্ব রচিত রমজান বিষয়ে কোন ছড়া/কবিতা লেখা থাকে তবে তা আমাদের কাছে এখনি পাঠিয়ে দিন। আপনাদের প্রিয় ওয়েবসাইট- ’সালাফী বিডি’তে আপনার নামে তা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
নিয়মাবলী:
- ১) অবশ্যই নিজস্ব রচিত হবে হবে।
- ২) অন্য কোথাও নিজস্ব নামে প্রকাশিত হয়ে থাকলেও অসুবিধা নাই।
- ৩) কমপক্ষে ৮লাইন হতে হবে।
- ৪) আজ থেকে পুরো রমজান মাসে কবিতা বা ছড়া পাঠানো যাবে।
- ৫) কবিতা/ছড়া নকল প্রমাণিত হলে তা প্রকাশ করা যাবে না।
- ৬) আপনাদের পাঠানো কবিতা মান সম্মত হলে সালাফী বিডির ’কবিতা ও ছড়া’ বিভাগে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
- ৭) এগুলো আমার ফেসুবুকের মেসেজ ইনবক্সে পাঠালেই যথেষ্ট হবে।
অত:এব-
আপনার প্রতিভাকে নিজের কাছে জমা না রেখে সবার সাথে শেয়ার করুন এবং এর মাধ্যমে দাওয়াতি কাজে অংশ গ্রহণ করুন। আল্লাহ আমাদের সহায় হোন। জাযাকুমুল্লাহু খাইরান।
শুভাচ্ছোন্তে-
আব্দুল্লাহিল হাদী,
পরিচালক, সালাফী বিডি
http://salafibd.wordpress.com/
সাইফুর রহমান
30 Jun 2014রমযানের চাদ উঠেছে, আকাশের ঐ কোণে,,
আল্লাহ তুমি কর রহম আমরা সবার মনে..
থাকব রোযা,করব সবাই কোরআন তিলাওয়াত,,
সেহরি, ইফতার করব, পরব নামায পাচ ওয়াক্ত..
করব দোয়া, পরব তারাবীহ, থাকব ন্যায়পরায়ণ,,
সদা সত্য পূত পবিত্র, রাখব মোদের দেহ,মন..
আল্লাহ মোরা তোমার গোলাম, তুমি মোদের রব,,
ক্ষমা কর রাহমানুর রাহিম মোদের গোনাহ সব..
prepared by #_Sayfur_Rahman
afruj
12 Jul 2015bangla sms oh hadish