তাওহীদের হায় এ চির সেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দূর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শীর
ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল ও কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর
ওদের শিব ও শিবানির সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তীক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ
বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতওয়া খুজেছি
কোরান হাদীছ চষে
হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আজরাইল এসে
হাকিলো, তলপি তোল
বাহীরের দিকে যত মরিয়াছি
ভীতরের দিকে তত
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।
siddiki
24 Aug 2013কবি অশিক্ষিত মূর্খদের ,যারা,কোরান হাদিসকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বলেছেন
Anonymous
12 Jul 2014Assaomulikum
Anonymous
13 Dec 2016কাব্য ও কবিতার নাম জানতে চাই।
আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
13 Dec 2016এটি কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য রচনা ‘খালেদ’ শিরনামে লিখিত বিশাল এক কবিতার অংশ বিশেষ।