যে ১০টি কারণে একজন mমুসলিম ইসলাম থেকে বের হয়ে যায় বা মুরতাদ হয়ে যায়:
সুপ্রিয় বন্ধুগণ, যে সমস্ত কারণে একজন মুসলমান ইসলাম থেকে বের হয়ে যায় বা মুরতাদ হয়ে যায় সেগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। সেগুলো হল দশটি। নিন্মে সেগুলো তুলে ধরা হল:
যথাঃ ১) ইবাদতের ক্ষেত্রে শির্ক করা। যেমন: আল্লাহ ছাড়া অন্য ওলী-আওলিয়া, মাযার-দরবার ইত্যাদির কাছে বিপদাপদে সাহায্য চাওয়া বা তাদের ওসীলায় কোন কিছু প্রার্থনা করা, মাযারে মান্নত করা, জিনের উদ্দেশ্যে মুরগী, ছাগল ইত্যাদি জবেহ করা ইত্যাদি।
২) কাফের-মুশরিকদের কুফরীর ব্যাপারে সন্দেহ পোষণ করা বা তাদেরকে কাফের-মুশরিক মনে না করা অথবা তাদেরকেও সঠিক পথের অনুসারী মনে করা।
৩) আল্লাহ তা’আলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন ‘মাধ্যম’ ধরে তার নিকট দু’আ করা বা তার নিকট সুপারিশ প্রার্থনা করা অথবা তার উপর পরকালে নাজাত পাওয়ার ভরসা করা। যেমন, উমুক ওলী একজন ‘কামেল পীর’ তার ওসীলায় চাইলে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, অথবা তাঁকে খুশি করতে পারলে আল্লাহ তা’আলা আমার উপর খুশি হয়ে যাবেন ইত্যাদি।
৪) এ বিশ্বাস পোষণ করা যে, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আদর্শের চেয়ে অন্য কোন ব্যক্তির মতাদর্শ উত্তম বা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আনীত জীবন ব্যবস্থার চেয়ে অন্য কোন ধর্ম বা মতবাদ ভাল। যেমন, কেউ যদি বিশ্বাস করে যে, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, ডারউইনের মতবাদ ইত্যাদি ইসলামের চেয়ে ভাল তবে সে মুরতাদ হয়ে যাবে।
৫) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নির্দেশিত কোন বিষয়কে মনে মনে ঘৃণা করা যদিও সে তা পালন করে। যেমন, কেউ যদি দাঁড়ি, পর্দা ইত্যাদিকে মনে মনে অপছন্দ করে তবে সে মুসলমান থাকবেনা। কারণ, এগুলো ইসলামের আবশ্যপালণীয় নির্দেশ।
৬) ইসলামের কোন বিষয়কে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা হেয় মনে করা।
৭) যাদু করা অথবা যাদু-তাবিজ ইত্যাদির মাধ্যমে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মনের মিলন কিংবা বিচ্ছেদ ঘটানো।
৮) মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য-সহযোগিতা করা।
৯) এ বিশ্বাস করা যে, বিশেষ কিছু ব্যক্তি রয়েছে যারা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর শরীয়ত মেনে চলতে বাধ্য নন।
১০) ইসলামের বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে চলা, ইসলাম শিক্ষা না করা এবং ইসলাম অনুযায়ী আমল না করা।
আল্লাহ তা’আলা যেন আমাদেরকে ইসলাম বিধ্বংশী বিষয়গুলো থেকে হেফাযত করেন। আমীন।
লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
Mohd. Shabbirul Alam
19 Mar 2011Khob asadharan collections. Bangla vasha-vashider jannay khub e guruttapurnna islamic bai samuha..
thanks a lots….
Shabbirul Alam,
Al-Jubail
আব্দুল্লাহিল হাদী
21 Mar 2011Thank you very much for your comment.
ABDUL ALIM SIKDER
15 Jul 2011jajakallaho khairan.ami islam dorodi bai der jonne pran vore doa korse jate kore inter net er maddome amader moto ignorence manosder maje a rokom important bishoye protibedon prokash kore amaderke jahiliyater andker theke beriye ashe alor sondan khoje niya islamic role anoshare jibon gorte pari. allah amader sobaike se toufik dan koron amin. thanking you………..
ABDUL ALIM SIKDER.(AL MUTUWA CO). AL JUBAIL
আব্দুল্লাহিল হাদী
15 Jul 2011জাযাকাল্লাহু খাইরান।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা।
আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমীন।
Anonymous
22 Aug 2011can u give some ref link for every point? for which ref. make u fee to say this is a reason?
Actually most of the point is correct but if we know the ref then we can make others aware by told them those ref as the prove of our point. I think u got my point.
Thanks
আব্দুল্লাহিল হাদী
3 Sep 2011উক্ত পয়েন্ট সমূহের অধিকাংশগুলোর রেফারেন্স পাওয়া যাবে এই লিংকে:
ধন্যবাদ।
Hemu Hossain
24 Feb 2013কারনগুলো লেখকের উর্বর মস্তিষ্কে সৃষ্টি। কোরানের আয়াতগুলোর অপব্যাখ্যা/মনগড়া ব্যাখ্যা করে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মতাদর্শের সাথে সমাজতন্ত্র বা ডারউইনের মতবাদ তুলনা কি কোন ভাবে যুক্তিযুক্ত হয়? আবার বলছে কেউ দাঁড়ি, পর্দা অপছন্দ করলে সে মুসলমান থাকবেনা। তাহলে যারা দাঁড়ি রাখে না তারা তো অনেক আগেই মুরতাদের তালিকায় চলে গেছে। সালাফীদের কর্ণধার কিছু সৌদি যুবরাজও এই তালিকায় পড়বে।
Hemu Hossain
24 Feb 2013একটা তথ্য জানিয়ে দেই, এই সালাফীরা সৌদি আরবে ইসলামের সব চিহ্ন একে একে ধ্বংস করে ফেলছে। তারা মহানবীর সময়ের ১০০০ এর উপর স্থাপনা/স্থান ইসলামের ইতিহাস থেকে মুছে ফেলেছে। সম্প্রতি হযরত আবু বকর(রাঃ), হযরত ওমর(রাঃ) এবং হযরত উসমান(রাঃ) এর কবর বুলডেজার দিয়ে গুড়িয়ে দিয়েছে (নাউযবিল্লাহ)।
নিচের লিংকটি দেখুন
http://blogs.tribune.com.pk/story/14595/new-plans-for-saudi-arabia-bulldozing-historic-holy-sites/
Shafayat Jamil
10 Apr 2013Alhamdulillah. Allah amader bujar r palon korar tawfiq dan karun. Ameen. Jazak Allah Khaier
Nazmul huda
8 May 2014ফরজ আর সুন্নাত কি কোরআনের ভাষায় বলেন?