সিলেটে মহিলারা মসজিদে পড়তে পারবেন জুমাসহ ৫ ওয়াক্ত নামাজ
সিলেটে প্রথমবারের মত একটি মসজিদ নারীদের জুমাসহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা করা হযেছে। মসজিদটির অবস্থান জালালাবাদ সেনানিবাস সংলগ্ন মসজিদ আল-কাইয়ূম অ্যান্ড ইসলামিক সেন্টার, পশ্চিম বটেশ্বর বাজারে।
মসজিদটির সার্বিক ব্যবস্থাপনায় আছে সিলেট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি।
শুক্রবার জুমার নামাজ দিয়ে এই মসজিদ যাত্রা শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিষ্ঠিত মসজিদে নববীর আদলে এ মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মসজিদের দায়িত্বে থাকা আব্দুছ ছবুর চৌধুরী।
উল্লেখ্য, এ মসজিদে মাতৃভাষা বাংলায় জুমার খুতবা প্রতিষ্ঠালগ্ন থেকে চালু আছে। জুমার খুতবা শুরু হয় সাড়ে ১২টায়। এতে সিলেট শহর থেকে বিপুলসংখ্যক মুসল্লি নিয়মিত অংশ নেন।
নিয়মিত খুতবা প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মো. আবু তাহের। উক্ত মসজিদের দ্বিতীয় তলায় মহিলাদের জুমাসহ যেকোনো নামাজ জামাতে পড়ার সুব্যবস্থা করা হলো।
Anonymous
22 Aug 2012Its Good.