[slideshow]
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে একটি অসাধারণ ইলেক্ট্রনিক কুরআনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এটির নাম: আয়াত স্টান্ডার্ড (ভার্সন ১.১.০) যা কুরআনের জ্ঞান পিপাষু মানুষের প্রত্যাশা অনেকটা পুরণ করবে বলে বিশ্বাস। তবে আসুন, তবে এই কুরআনটির সাথে পরিচিত হওয়া যাক:
এই সফটওয়্যাটিতে যে সকল সুবিধা রয়েছে সেগুলো সংক্ষেপে উপস্থাপন করা হল:
- এটি ডাউনলোড করার পর ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যায়।
- বাস্তব বইয়ের মত কুরআনের পৃষ্ঠা উল্টিয়ে পড়া যায়।
- বাংলা সহ ৩৫টি ভাষায় অনুবাদ। (বাংলা অনুবাদের জন্য বাংলা সিলেক্ট করতে হবে)
- বিশ্ববিখ্যাত কারীদের অডিও তেলওয়াত।
- যে সকল কারীদের তেলাওয়াত রয়েছে তারা হলেন:
- Al-Husari
- Al-Husari (Mojawwad)
- Al-Huthaify
- AbdullRahman Al-Sudais
- Saud Al-Shoraim
- Maher Al-moaqeli
- Saad Al-Gamdi
- Mohammad Jebreil
- Abu Baker Al-shatrei
- Ahmad Al-ajami
- Mishari Al-efasi
- Abdullah Basfar
- Abdullbaset
- Abdullbaset (Mojawwad)
- Al-Menshawy
- Al-Menshawy (Mojawwad)
- Mohammad Ayoub
- Hani Al-Refaei
- Awad Al-Juhanee
- Abdel-Muhsin Al-Qassem
- Al-Tabalawi
- Khalefa Al-Tunaiji (Teacher)
- Ibrahim Al-Dosary (Warsh)
- Yassin Al-Jazaery (Warsh)Al-Husari
- নিদিষ্ট কিছু আয়াতকে বার বার শুনার জন্য আছে ‘রিপিড সেটিং’। সেখানে কোন সূরার কয়টি আয়াত বারবার শুনতে চান তা নির্ধারণ করে নিতে হবে। এই পদ্ধতিটি আপনাকে কুরআন মুখস্ত করতে সাহযায্য করবে। ইনশাআল্লাহ।
- এই সফটওয়্যারটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে রয়েছে ইংরেজী ও আরবী ভাষায় সকল উল্লেখযোগ্য তাফসীর সমূহ।
- এটি সব ওপারেটিং সিস্টেমের জন্যে উপযোগী করে এটি তৈরী করা হয়েছে। যেমনঃ Windows, Linux, Mac
- এছাড়াও ‘আয়াত’ সফটওয়্যারটি ওয়েবসাইটে লাইভ পড়ার জন্যে Embed করে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।
নিচের স্ক্রিনশট গুলো দেখুন:
১. মনোমুগ্ধকর ইন্টারফেস:
২. বাংলা ভাষায় অনুবাদ সিলেক্ট করা হয়েছে:
৩. বাংলা অনুবাদ প্রদর্শন করা হয়েছে:
৪. অডিও প্লেয়ার:
এই সফটওয়্যারটি তৈরীর পেছনে যারা অবদান রেখেছেন:
- King Fahd Complex for the Printing of the Holy Qur’an (source of Quran images files)
- Tanzil.net (source of Quran text and translations)
- mosshaf.com (source of Tafasir (explanations)) and
- Verse by Verse Quran (source of recitations audio files)
-
সফটওয়্যারটি এখান থেকে (আপডেট ভার্সন ১.১.০টি) ডাউনলোড করুন।
উল্লেখ্য যে, ইন্টারনেট কানেকশন ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথম খোলার সময় কারীদের তেলাওয়াত ও অনুবাদ ডাউনলোড করতে বলা হবে। সেখানে Ok দিয়ে Start এ ক্লিক দিলেই ডাউনলোড শুরু হবে। তারপর, সম্পূর্ণ ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে একবার ডাউনলোড করে নিলে পরবর্তীতে ইন্টারনেট কানেকশন ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। -
অন লাইন প্রিভিউ দেখতে এখানে ক্লিক করুন।
যারা এই সফটওয়্যারটি তৈরী করে কুরআনুল কারীমের খেদমতে অবদান রেখেছে আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া ও আখরাতে সর্বোত্তম বিনিময় দান করুন। সেই সাথে তিনি যেন আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে কবুল করে নেন। আমীন।
MAHMUDUL HAQUE
18 May 2012আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মহান আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান নসীব করুক আমীন।
rahat
18 May 2012MAY ALLAH BLESS YOU.PLEASE GIVE BANGLA VOICE TRANSLATE COPY,THANKS ,RAHAT.
RAHAT
7 Jun 2012Dear brother, I wanted voice translate (sound Bangla translate), please arrange this. May Allah help you? Thanks
Rahat.
HUSSAIN RAHAT
27 May 2012MAY ALLAH BLESS YOU.PLEASE GIVE BANGLA VOICE TRANSLATE COPY,THANKS ,RAHAT.
আব্দুল্লাহিল হাদী
27 May 2012সফটওয়্যারটি ডাউনলোড করার পর তাতে লেঙ্গুয়েজ অপশন থেকে বাংলা সিলেক্ট করলেই হবে। ধন্যবাদ।
HUSSAIN RAHAT
7 Jun 2012Dear brother, I wanted voice translate (sound Bangla translate), please arrange this. May Allah help you? Thanks
HUSSAIN
HUSSAIN Rahat.
আব্দুল্লাহিল হাদী
8 Jun 2012প্রিয় ভাই, ৩০ পারা কুরআনুল কারীমের তিলাওয়াত ও তার বাংলা অনুবাদ ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
আর অনলাইনে শুনতে চাইলে আমার ব্লগস্পট সাইট ভিজিট করুন এখানে।
জাযাকাল্লাহু খাইরান।
আব্দুল আলীম
27 May 2012আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।বরাবরের মতই প্রয়োজনীয় সফটওয়্যার শেয়ার করার জন্য জাযাকাল্লাহু খাইরান।আমার সাইটে শেয়ার করলাম।http://pabnabd.webnode.com
hafsa
29 May 2012zazakallah khairan
sarfaraj
2 Jun 2012জাযাকাল্লাহু খাইরান
mizan191177
18 Jul 2012goto boshor somboboto ai site a poro ak mase kebabe quran kotom korte hobe ( koto ayat take koto ayat) ta pokas kora hoyecelo. doya kore ta ki powa jabe. takle link ti dea upokrito korben.
abu yousuf hejaji
10 Aug 2012আমার দিন কাটছে এটা দিয়ে। এটার সাথে জড়িত প্রত্যেক কে আল্লাহ উত্তম পুরুস্কার দান করুন।
Mainuddin Hawlader
2 Sep 2012আস-সালামু’আলাইকুম! আমি Mishari Al-efasi’র ৯০৫mb ভার্সন download করেছি কিন্তু install করার পর ওটা 0pen হয়না। লেখা ওঠে windows cannot open this file. আমি windows xp-3 ব্যবহার করি। অনুগ্রহ করে আমায় সঠিক সমাধান দিয়ে বাধিত করবেন।
Anonymous
7 Oct 2012আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মহান আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান নসীব করুক আমীন।
abdul mannan
11 Nov 2012জাযাকাল্লাহু খায়রান
Ali Haider
27 Feb 2013Nothing to say. it’s excellent. How i can express my opinion? it’s really a great job.
Jazakallahu fid darain.
Ali Haider
Millat Publication
Dhaka
Sayed Mizan
2 Mar 2013Aro Shundhor hotho Jodi Bangla Tafsir Thaktho…..
PLS Bangla Tafsir Add korben.
Sayed Mizan from DUBAI
Shahiduzzaman Shuvo
8 Mar 2013বাংলা ভাষা কিভাবে সিলেক্ট করবো ???
Anonymous
18 Jan 2014as salam o alai kum bhai aami india bari amar sahi sitta hadith gulo boi darkar ami kothai contact korbo pls janaben pls phone no deben
Anonymous
14 May 2014vai download tu korte parlam na.
Junayed Sarker
3 Jun 2015সফ্টওয়ারটি ডাওনলোড করা যাইতেছে না ??