জুবাইল দা’ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব
গ্রীষ্মকালিন প্রতিযোগিতা ২০১২ইং
বিষয়: সূরা নূরের তাফসীর
প্রশ্ন পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (পিডিএফ)
নিয়মাবলীঃ
১) এক ব্যক্তি থেকে একাধিক উত্তর গ্রহণ করা হবে না।
২) উত্তর জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে, বৃহস্পতিবার, ২০১২ ইং।
৩) কারো উত্তরপত্র দেখে উত্তর নকল করা হারাম। কেননা রাসূল (সাঃ) বলেনঃ “যে আমাদেরকে ধোকা দিল সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।”
৪) বিজয়ীকে মে মাসের ১৮ তারিখের ‘মাসিক আলোচনা সভায়’ উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে। অন্যথায় পুরস্কার থেকে বঞ্চিত হবে।
৫) প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
৫) সকল প্রশ্নের উত্তর সূরা নূরের আলোকে লিখতে হবে।
৬) জুবাইল ও তৎসংলগ্ন শহরে অবস্থানকারী বাংলাভাষী ভাইদের জন্য প্রযোজ্য।
সংক্ষেপে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন।
১) সূরা নূর কুরআনের কত নাম্বার সূরা? এটি মাক্কী না মাদানী? এর আয়াত সংখ্যা কত?
২) অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাদের শাস্তি কী? সূরা নূরের কত নং আয়াতে তা উল্লেখ আছে?
৩) আয়েশা (রাঃ)এর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদের ক্ষেত্রে কে অগ্রণী ভূমিকা পালন করেছিল?
৪) কারও প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দিলে অপবাদ আরোপকারীর শাস্তি কী?
৫) সূরা নূরের ১৯ আয়াতের অনুবাদ লিখুন?
৬) অন্যের ঘরে প্রবেশের আদব লিখুন।
৭) অপরিচিত মহিলার দিকে তাকানোর হুকুম কী? সূরা নূরের কত নং আয়াতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে?
৮) বিবাহ করার হুকুম কী বুঝিয়ে বলুন।
৯) আল্লাহ্ তাআলা প্রত্যেক প্রাণীকে কোন্ বস্তু থেকে সৃষ্টি করেছেন? সূরা নূরের কত নং আয়াতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে? ১০) আল্লাহর প্রতি ঈমান আনলে এবং সৎকাজ সম্পন্ন করলে আল্লাহ্ মুমিনদের জন্য বিশেষ একটি ওয়াদা করেছেন, সেটি কী?
১১) সূরা নূরের মূল বিষয়ব বস্তু কী?
১২) ব্যভিচার প্রমাণের জন্য কতজন সাক্ষী জরুরী? সংখ্যা পূর্ণ না হলে করণীয় কী?
১৩) ব্যভিচারী মহিলাকে বিবাহ করার হুকুম কী বুঝিয়ে বলুন।
১৪) সূরা নূরে আল্লাহ্ তা’আলা যেই নূরের কথা বলেছেন তা দ্বারা কী উদ্দেশ্য?
১৫) সূরা নূরের কত নং আয়াতে অন্যের ঘরে প্রবেশ করার পূর্বে গৃহবাসীকে সালাম দেয়ার আদেশ করা হয়েছে?
১৬) কোন মজলিসে অংশগ্রহণ করার পর তা থেকে বের হয়ে আসতে চাইলে বের হওয়ার আদব কী? সূরা নূরের কত নং আয়াতে বিষয়টি উল্লেখ করা হয়েছে?
১৭) যারা রাসূল (সাঃ)এর আদেশের বিরোধীতা করে তাদের পরিণাম কী?
১৮) আল্লাহ্ তাআলার পক্ষ হতে সূরা নূরে উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)এর পবিত্রতার সুস্পষ্ট ঘোষণা থাকা সত্বেও একটি সমপ্রদায় তাঁর পবিত্রতায় সন্দেহ পোষণ করে। সেটি কোন্ সমপ্রদায়?
১৯) খোলা মাঠে ইসলামী শরীয়তের দন্ডবিধি বাস্তবায়ন করার উপকারিতা কী?
২০) পুরুষের জন্য বিবাহ করা হারাম এমন দশ প্রকার মহিলার নাম লিখুন।
২১) সূরা নূর থেকে ৫টি শিক্ষণীয় বিষয় উল্লেখ করুন।
সহায়ক গ্রন্থ: (১) তাফসীরে ইবনে কাছীর (২) তাফসীরে মারেফুল কুরআন (৩) তাইসীরুল কুরআন (৪) তাফসীরুল কুরআনিল আযীম।