আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আগামী ২৩ মার্চ, ২০১২ইং শুক্রবার, বাংলাদেশ সময় সকাল ১১টায় (সউদী আরব সময় সকাল ৮টায়) জুবাইল দাওয়াহ সেন্টারের ইসলামী মহাসম্মেলনের অনুষ্ঠানমালা লাইভ দেখতে লগইন করুন এই ঠিকানায়: http://www.ivcbd.net/chatbd/
লগইন করতে সময় লাগবে মাত্র ১ মিনিট।
লগইন করার নিয়ম: উক্ত ঠিকানায় ক্লিক করে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ও ইমেইল লিখে i agree with terms and conditions এ টিক চিহ্ন দিন। (ইমেইল একটিভেট করার প্রয়োজন নাই)। অত:পর রেজিস্টার বোটমে ক্লিক করলেই কাজ শেষ। এবার আপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড লিখে লগইন করুন অত:পর চ্যাটরুমের ভিতরে প্রবেশ করে বাম পাশে অবিস্থত গেস্ট রুম অথবা জুবাইল দাওয়া সেন্টারের রুমে উপভোগ করুন সম্মেলনের অনুষ্ঠানমালা। বক্তৃতার উপর প্রশ্ন করার সুযোগ রয়েছে।
অনুগ্রহ পূর্বক এই লিংটি/সংবাদটি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ অন্যদের নিকট শেয়ার করুন তিনি যে দেশেই থাকুন না কেন আর সম্মেলনের লাইভ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তুলন। জাযাকাল্লাহু খাইরান।
অনুষ্ঠানের সময়-সূচী:বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সউদী আরব সময়: সকাল ৮টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত।