Download article as Word Download article as PDF
ফতোয়া সিয়াম (রোযা সম্পর্কিত মোট ৫৬টি ফতোয়া)
মূল: আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উছাইমীন (রাহ:)
অনুবাদক: শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী
প্রশ্নঃ (৩৯২) ছিয়াম ফরয হওয়ার হিকমত কি?
উত্তরঃ পবিত্র কুরআনের নিম্ন লিখিত আয়াত পাঠ করলেই আমরা জানতে পারি ছিয়াম ফরয হওয়ার হিকমত কি? আর তা হচ্ছে তাক্বওয়া বা আল্লাহ্ ভীতি অর্জন করা ও আল্লাহ্র ইবাদত করা। আল্লাহ্ বলেন,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে ঈমানদারগণ! তোমাদের উপর ছিয়াম ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে করে তোমরা তাক্বওয়া অর্জন করতে পার।(সূরা বাক্বারাঃ ১৮৩) তাক্বওয়া হচ্ছে হারাম কাজ পরিত্যাগ করা। ব্যাপক অর্থে তাক্বওয়া হচ্ছে, আল্লাহ্র নির্দেশিত বিষয় বাস্তবায়ন করা, তাঁর নিষেধ থেকে দূরে থাকা। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ والْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
যে ব্যক্তি (রোযা রেখে) মিথ্যা কথা, মিথ্যার কারবার ও মূর্খতা পরিত্যাগ করল না, তার খানা-পিনা পরিহার করার মাঝে আল্লাহর কোন দরকার নেই।[1]
অতএব এ কথা নিশ্চিত হয়ে গেল যে, রোযাদার যাবতীয় ওয়াজিব বিষয় বাস্তবায়ন করবে এবং সবধরণের হারাম থেকে দূরে থাকবে। মানুষের গীবত করবে না, মিথ্যা বলবে না, চুগলখোরী করবে না, হারাম বেচা-কেনা করবে না, ধোঁকাবাজী করবে না। মোটকথা চরিত্র ধ্বংসকারী অন্যায় ও অশ্লীলতা বলতে যা বুঝায় সকল প্রকার হারাম থেকে বিরত থাকবে। আর একমাস এভাবে চলতে পারলে বছরের অবশিষ্ট সময় সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ্।
কিন্তু আফসোসের বিষয় অধিকাংশ রোযাদার রামাযানের সাথে অন্য মাসের কোন পার্থক্য করে না। অভ্যাস অনুযায়ী ফরয কাজে উদাসীনতা প্রদর্শন করে, হালাল-হারামে কোন পার্থক্য নেই। তাকে দেখলে বুঝা যাবে না তার মধ্যে ছিয়ামের মর্যাদার কোন মূল্য আছে। অবশ্য এ সমস্ত বিষয় ছিয়ামকে ভঙ্গ করে দিবে না। কিন্তু নিঃসন্দেহে তার ছওয়াব বিনষ্ট করে দিবে।
পরবর্তি পৃষ্ঠায় যেতে নিচের পৃষ্ঠা নাম্বারে ক্লিক করুন।
muminur rahman
12 Aug 2011Assalamu Alaikum,
Alhamdulillah, you have posted most important issue regarding Siam. But it should post earlier. However, I appreciate your all for Dawah with authentic information. May Allah help us. Also Alhamdulillah that you have given the option to download the article as PDF format. Sir, never forget to make the option of PDF format please, please, please.
Hadi bhaiya, please answer the questions is the Q&A part as soon as possible.
Zajakallahu Khairan
Muminur Rahman
আব্দুল আলীম
13 Aug 2011শাইখাইনকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা ভাষীদের জন্য সিয়ামের হুকুম আহকাম সম্বলিত এ অনুবাদ সত্যিই প্রশংসনীয়। আমার মত আরো অনেকের, ছিয়ামের হুকুম আহকাম জানতে সুবিধা হবে। শাইখাইনকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। এবং জনকল্যাণের আরো বেশি সুযোগ দিন। আমীন।
আব্দুল্লাহিল হাদী
18 Aug 2011জাযাকাল্লাহু খাইরান। রামাযান প্রতিযোগিতায় আপনার ছাত্রদের অংশ গ্রহণ কত দূর?
faridsworld7
4 Sep 2011খুব ভালো লাগল পড়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আব্দুল্লাহিল হাদী
4 Sep 2011অসংখ্য ধন্যবাদ।
Shahadat
10 Dec 2011As-salamu alikum,
Brother, It’s a great job. i am really proud of you.
May Allah bless you.
আব্দুল্লাহিল হাদী
12 Dec 2011ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
মন্তব্যের জন্য অগণিত ধন্যবাদ। জাযকাল্লাহু খাইরান।
Al Quran and Modern Science
12 Jan 2013জাযাকাল্লাহু খাইরান।