আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিতর নামায অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামায। এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার। যেমন:
- বিতর নামায কি ওয়াজিব না সুন্নাত?
- বিতর নামায পড়ার পদ্ধতি কি? আমাদের দেশে যেভাবে বিতর নামায কতটুকু দলীল ভিত্তিক?
- তিন রাকাআতের কম বা বেশি কি বিতর নামায পড়া যায়? যেমন এক রাকআত, ৫ রাকাআত, ৭ রাকাআত ইত্যাদি?
- দুআ কুনুত কি এবং তা কখন কিভাবে পড়ব?
- বিতর নাময ছুটে গেলে কাযা পড়া যায় কি? ইত্যাদি বিষয়ের উত্তর দিয়ে সাজানো এই বইটি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হচ্ছে প্রতিটি বষয়ই রেফারেন্স সহকারে উল্লেখ করা হয়েছে। আমার জানা মতে বাংলা ভাষায় বিতর নামায সম্পর্কে এমন দলীল সমৃদ্ধ বই এই প্রথম। লিখেছেন: সম্মানিত শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী। প্রকাশ করেছে: জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদী আরব। পৃষ্ঠা সংখ্যা: ৭৯
বইটির পিডিএফ ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আর ওয়ার্ড ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (মাত্র ৫৫২ কেবি)
অন্যান্য বই-পুস্তক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
muhammad talha
24 May 2011download korar pore porar system bolun kuno software lagbe ki
আব্দুল্লাহিল হাদী
24 May 2011বইটির পিডিএফ ভার্সনটি ডাউনলোড করার পর তা পড়ার জন্য এডোব রিডার সফটোওয়্যারটি লাগবে। সেটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।